Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর
স্থান

জেলা শহরের প্রাণকেন্দ্র সুনামগঞ্জ পুরাতন কোর্ট এ এর অবস্থান

কিভাবে যাওয়া যায়

যে কোন যানবাহনে সুনামগঞ্জ শহরে নেমে রিক্সা/অটো/পায়ে হেটে সুনামগঞ্জ পুরাতন কোর্ট এর সামনে নামলেই সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে আসা যায়

বিস্তারিত

সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর :

সুনামগঞ্জ পৌর শহরে ব্রিটিশ আমলে নির্মিত প্রায় দেড়শ’ বছরের পুরাতন আদালত ভবনে যাত্রা শুরু করেছে ঐতিহ্য জাদুঘর। সুনামগঞ্জকে জানতে ও দেশবাসীর কাছে জেলার পরিচয় তুলে ধরতে এ ঐতিহ্য জাদুঘরের যাত্রা। জেলার পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, সংস্কৃতি, মুক্তিযুদ্ধসহ সব স্মৃতি তুলে ধরা হয়েছে এ জাদুঘরে। দেশে জেলা পর্যায়ে এমন জাদুঘর এটাই প্রথম জানিয়ে উদ্যোক্তারা বলেছেন, ঐতিহ্যবাহী স্থাপনা ও হাওরাঞ্চলের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ। দিন দিন এ ঐতিহ্য জাদুঘর আরও সমৃদ্ধ করা হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর পাশে ডিএস রোডে অবস্থিত আদালত ভবনটি ব্রিটিশ আমলে নির্মিত। দেড়শ’ বছরের পুরনো পরিত্যক্ত আদালত ভবন ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় এই প্রাচীন ঐতিহ্যবাহী ভবন রক্ষা ও হাওরাঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, পরিবেশ ও প্রকৃতি এবং জীবন-জীবিকা নতুন প্রজন্মে কাছে তুলে ধরার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। পুরনো ভবন সংরক্ষণের পাশাপাশি এখানে জাদুঘর গড়ে তোলায় সুনামগঞ্জের সমৃদ্ধ ইতিহাস জানতে পারছেন দেশ বিদেশের মানুষজনসহ জেলাবাসী। সরজমিন ঘুরে দেখা গেছে, কাঠের পাটাতনের ওপর নির্মিত আদালত ভবনকে কোটি টাকায় সংস্কার করে তৈরি করা হয়েছে ঐহিত্য জাদুঘর। মুক্তিযুদ্ধে-সুনামগঞ্জে, পরিবেশ-প্রকৃতি ও জীবন-জীবিকা এই তিনটি ভাগে বিভক্ত করে গড়ে তোলা হয়েছে ঐতিহ্য জাদুঘরটি। ৬ কক্ষ বিশিষ্ট জাদুঘরে সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস, লোককবিদের পোট্রেটসহ তাদের গানের প্রকাশনা, পুরনো নানা বাদ্যযন্ত্র, হাওরের প্রাণ-বৈচিত্রের রেপ্লিকা এবং হাওরাঞ্চলের মানুষের ব্যবহারের নানা উপাদান রাখা হয়েছে।
দর্শনার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সুনামগঞ্জের সাংস্কৃতিক ইতিহাস অনেক পুরনো। এ জাদুঘরে অনেক হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলে ধরা হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জমান জানান, সুনামগঞ্জের নতুন প্রজন্মের কাছে এ জাদুঘরের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, জীবন-প্রকৃতি তুলে ধরা হয়েছে।