নেজারত শাখা, কক্ষ নং: 225-229, 2য় তলা
শিরোনাম |
সেবাসমূহ |
সার্কিট হাউজ |
ক) সার্কিট হাউজের যাবতীয় রক্ষণাবেক্ষণ কাজ। খ) রাষ্ট্রীয় অতিথিদের জন্য সার্কিট হাউজে কক্ষ বরাদ্দ প্রদান। গ) বিভিন্ন সময়ে সাকির্ট হাউজের হল রুমে সভা/ সেমিনার/ সিম্পোজিয়ামের আয়োজন। ঘ) সার্কিট হাউজে আগত অতিথি বৃন্দের (ভিভিআইপি/ভিআইপিসহ) প্রটোকলসহ আপ্যায়ন, নিরাপদে অবস্থানের ব্যবস্থাকরণ। |
জেলা পুল এর কাজ |
ক) সরকার কাজে গাড়ি ও অন্যান্য যানবাহন অধিগ্রহণ/অধিযাচন খ) জেলা পুল ও উপজেলা নির্বাহী অফিসারগণের গাড়ির জ্বালানী ও গাড়ির মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ গ) জেলা পুলের গাড়ি চালকগণের বেতন ভাতাসহ অন্যান্য ভাতাদির বিলের কাজ। ঘ) জেলা পুলের গাড়ি চালকগনের কর্মবন্টন |
সাধারণ বিষয় সমূহ |
কজেলা প্রশাসকের কার্যালয়ের সকল শাখায় চাহিদার ভিত্তিতে স্টেশনারী মালামাল সরবরাহ। খ) জেলা প্রশাসকের কার্যালয়ের সকল শাখার চাহিদার পরিপ্রেক্ষিতে কম্পিউটারের কালি, ফটোস্টেট মেশিনের কালি সরবরাহ, কম্পিউটার ও ফটোকপিয়ার মেশিন মেরামত ও রক্ষণাবেক্ষণ। গ) জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীগণের সংস্থাপন বিষয়ক সকল কাজ। যেমন-কর্মচারী নিয়োগ, কর্মচারীদের বদলী, বেতন-ভাতাদির বিল, বেতন উত্তোলন পূর্বক কর্মচারীদের মধ্যে বন্টন ইত্যাদি। ঘ) অফিসের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ তদারকি। ঙ) জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সভার ব্যবস্থা করণ। চ) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাপ্ত বরাদ্দের বিভিন্ন খাতের বিল উত্তোলন ও বন্টন কাজ। ছ) কালেক্টরেট ভবনের নিরাপত্তা সংক্রান্ত কাজ। জ) বিভিন্ন জাতীয় দিবস যেমন- মহান বিজয় দিবস,মহানস্বাধীনতা দিবস, জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবস, মহান মে দিবস,বাংলা নববর্ষসহ অন্যান্য দিবস উদযাপনের কাজ। |
0
4র্থ শ্রেণির কর্মচারীদের যাবতীয় সংস্থাপন বিষযক কাজ যেমন, বেতন ভাতাদি প্রদান, শ্রান্তি বিনোদন, অর্জিত ছুটি
নেজারত ডেপুটি কালেক্টর সুনামগঞ্জ ০১৭৩০৩৩১১০৬, ndcsunamganj@gmail.com
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস