হাওর বেষ্টিত অঞ্চল বিধায় সুনামঞ্জের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রধানত নৌপথ কেন্দ্রীক। এ জেলার ১2 টি উপজেলার মধ্যে মাত্র 09 টি উপজেলার জেলা সদরের সাথে সড়ক পথে যোগাযোগ রয়েছে। এর মধ্যে অধিকাংশ রাস্তাই কাঁচা যা বর্ষায় পানিতে তলিয়ে যায়। তখন নৌপথই একমাত্র আভ্যন্তরীন যোগাযোগ মাধ্যম হয়। হাওড় বেষ্টিত জেলা সত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এ জেলার সড়ক পথে যোগাযোগ ব্যতিত অন্যকোন যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে। রাজধানীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর থেকে এ জেলায় আসতে হলে ট্রেনে/বিমানে সিলেট এসে তারপর সড়ক পথে প্রায় ৭০ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। এছাড়া রানীগঞ্জ সেতু উদ্ভোধনের পরে ঢাকার সাথে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে এবং ঢাকার সাথে ৫২ কিমি রাস্তা কমেছে। সড়ক পথেও দেশের অন্যান্য স্থান থেকে এ জেলায় সরাসরি আসা যায়।
যোগাযোগ এর ঠিকানাঃ
জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৩৩০১১৭৮, ০১৭৩০৩৩১১০০
ফোন: ০৮৭১-৬২০০০ (অফিস)
০৮৭১-৬২০০১ (বাসা)
ফ্যাক্স: ০৮৭১-৬১৬০২ (অফিস)
ফ্যাক্স: ০৮৭১-৬১৬০১ (বাসা)
ই-মেইল:dcsunamganj@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস