সুনামগঞ্জ সদর উপজেলার ভাটি অঞ্চলে সুনামগঞ্জ-দিরাই-জামালগঞ্জ রোডের ৬ কিঃ মিঃ পশ্চিমে ২.০০ একর জমির উপর অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত।
সুনামগঞ্জ সদর উপজেলার পুরান শাখাইতি গ্রামের পাশাপাশি আমন ভূমিতে বিদ্যালয়টি স্থাপন করতে প্রতিষ্ঠাতাগণ উদ্যোগী হন। বাবু রমেন্দ্র নারায়ন তালুকদার, বাবু বাবু রমেন্দু নারায়ন তালুকদার, বাবু সমরেন্দ্র কুমার তালুকদার ও বাবু পংকজ কান্তি তালকুদার আমন প্রকৃতির ২.০০ একর ভূমি দান করেন। বর্তমানে উক্ত ভূমির উপর বিদ্যালয় ভবন নির্মাণ, ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ, পুকুর ও বিদ্যালয় চত্বরের পাশাপাশি বেশ কিছু সংখ্যক বৃক্ষরোপন করা হয়েছে।
ক্রঃ নং | নাম | পদবী |
০১ | মোঃ আজিজুর রহমান তালুকদার | সভাপতি |
০২ | রমেন্দ্র নারায়ন তালুকদার | দাতা সদস্য |
০৩ | মোঃ আমিনুল হক | সদস্য |
০৪ | মোঃ মনির উদ্দিন | সদস্য |
০৫ | রঞ্জিত কুমার দাশ | সদস্য সচিত |
পরীক্ষার নাম | সাল | পাশের হার |
বার্ষিক | ২০০৭ | ৯৫% |
২০০৮ | ৯২% | |
২০০৯ | ৮৮% | |
২০১০ | ৯২% | |
২০১১ | ৯০% |
২০০৭ খ্রিঃ থেকে ২০১১ খ্রিঃ পর্যন্ত বৃত্তি নাই।
প্রতিষ্ঠানটি অত্র ইউনিয়নে একটি মাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ২০০৯ সালে স্বীকৃতি পেয়েছে। এখন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভূক্ত হয়নি। কিন্তু শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান পালন করেছে। বিদ্যালয়ে পাশের হার ভাল থাকায় শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষায় পাশের হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলাকায় নারী শিক্ষার্থী বেশি ফলে নারী শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
কাঠইর ইউনিয়নের একমাত্র প্রতিষ্ঠান বিধায় মাধ্যমিক পর্যায়ে এমপিও ভূক্তির পরপরই একাদশ শ্রেণী খোলা হবে। বর্তমানে বিদ্যালয় ভবনে শিক্ষার্থীর স্থান সংকুলন না হওয়ায় জরুরী ভিত্তিতে আরও একটি ভবন নির্মাণ ও আসবাবপত্র নির্মাণ করার পরিকল্পনা আছে। বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শতভাগ ফলাফল অর্জন করার পরিকল্পনা আছে। বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শতভাগ ফলাফল অর্জন করার সাফল্য নিশ্চিত করা।
গ্রামঃ পুরান শাখাইতি, ডাকঘরঃ জয়নগর বাজার, উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাইল নম্বরঃ ০১৭১৮-৪৭৮২৭৮।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস