বিদ্যালয়টি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে অচিন্তপুর গ্রামে অবস্থিত। উপজেলা শিক্ষা অফিস হতে বিদ্যালয়টি দুরত্ত্ব ২ (দুই) কিলোমিটার বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন আছে। এই দ্বিতল ভবনে দুইটি শ্রেণীকক্ষ এবং একটি স্টোর রুম আছে। আরেকটি টিন শেটের ভবন আছে। ঐ ভবনে দুইটি শ্রেণীকক্ষ একটি অফিস কক্ষ, তিনটি টয়লেট এবং একটি টিউবওয়েল আছে। দুইটি টয়লেট মেরামত ও আসাবাবপত্রের প্রয়োজন। বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই কিন্তু এর ব্যবস্থা করা অতীব জরুরী।
বিদ্যালয়টি ০১/০৪/১৯৫৮ খ্রিস্টাব্দে স্থাপিত হয়ে স্থানীয় জনগনের আর্থিক সহায়তায় বিদ্যালয়ের নামে ০.৩২ শতক জমি দান করে, তারপর ০১/০৭/১৯৭৩ খ্রিস্টাব্দে জাতীয়করন করা হয়।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৩৪ | ৭৬ | ৬৫ | ৪৭ | ৪১ | ৩৩ |
বিদ্যালয় পরিচালনা কমিটি ২৫/০৩/২০১০ খ্রিস্টাব্দে তারিখে গঠন করা হয়। কমিটির সদস্য সংখ্য ১২জন সভাপতি জনাব মোঃ রুকন মিয়া এবং সহ-সভাপতি জনাব আব্দুল ওয়াহিদ এবং সদস্য সচিব জনাবা অর্চনা রানী মজুমদার। |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৮৭% | ৭৩% | ৭৪% | ৯৫% | ১০০% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
১২২ | r | ১২২ |
ক্যাচমেন্ট এলাকার সতভাগ শিশু ভর্তি হয়েছে। উপস্থিতির হার বেড়েছে। পাশের হার বৃদ্ধি পেয়েছে। |
বিদ্যালয়টিতে শ্রেনীকক্ষের বিশেষ প্রয়োজন রয়েছে। শ্রেনীকক্ষের অপ্রতুলতা থাকায় সেকশন করা সম্ভব হচ্ছেনা। তাছাড়া মডের টেস্ট পরীক্ষার কেন্দ্র থাকায় আসবাবপত্র সহ কক্ষের সংকুলন করা যাচ্ছে না। তাই প্রয়োজনীয় কক্ষ এবং আসবাবপত্র পেলে আমরা মানসম্মত শিক্ষ প্রদান করে ১০০% পাশের হার নিশ্চিত করব। |
গ্রামঃ অচিন্তপুর, ডাকঘরঃ সুনামগঞ্জ-৩০০০,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাঃ ০১৭১৭-১৯০৯৯৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস