এলাকাবাসীর ঐকান্তিক ইছার প্রেক্ষিতে ০১/০১/১৯৯৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ৩টি টিনশেড ও ১ টি পাকা ভবনের ৬ টি ক্লাসরুম ও ১টি অফিস ২ টি অন্যান্য কক্ষ আছে। ১টি টিউবওয়েল সহ ৩টি শৌচাগার আছে। বর্তমানে ২৮৮ জন ছাত্র-ছাত্রী ও ১০ জন শিক্ষক ১জন অফিস সহকারী ও ০২ জন কর্মচারী নিয়ে বিদ্যালয়টি বিধি মোতাবেক পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠা কালীন প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম জিলানী সাহেবকে নিয়োগের মাধ্যমে অত্র এলাকাবাসীর সমন্বিত উদ্দ্যোগে ০১/০১/১৯৯৩ ইং তারিখে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বিদ্যালয়টিকে সুন্দর পরিবেশ সৃষ্টির প্রয়োজনে দাতা ও এলাকাবাসীগণ বর্তমান চামরদানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মালিকের নিকট থেকে জমি ওয়াজ বদলের মাধ্যমে ১৯৯৫ইং সনে ১ একর ভূমি বিদ্যালয়ের নামে হস্তান্তর করা হয় এবং ঐ সালেই ব্যাংক হিসাবসহ অন্যান্য দাপ্তরিক কার্যাদি শুরু হয়। ০১/০১/১৯৯৬ইং সালে পূর্বানুমতি ও জুনিয়র হিসাবে সীকৃতি লাভ করে। ১৫/০৪/১৯৯৯ইং তারিখে জুনিয়র পর্যন্ত এমপিও ভুক্ত হয়। ০১/০১/২০০৫ইং হতে নবম শ্রেণীর পাঠ শুরু হয় এবং সিলেট বোর্ডের আওতায় চলে যায়। পর্যায়ক্রমে দশম শ্রেণী ও ২০০৭ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে এবং ০১/০১/২০০৯ইং তারিখ হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। মাধ্যমিক পর্যায়ে ০৬/০৫/২০১০ইং তারিখে এমপিও ভূক্ত হয়। ইতিমধ্যে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই এলাকার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্যালয়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
রাষ্ট্রীয় পর্যায়ে যে সব ব্যক্তিবর্গ বিশেষ অবদান রেখেছেন তন্মধ্যে মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব মোঃ নজির হোসেন সাহেব /জনাব সৈয়দ রফিকুল হক সাহেব ও বর্তমানে দায়িত্বরত সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতন সাহেব ।
ষষ্ঠ-৮৭‚সপ্তম-৬০‚অষ্টম- ৫১‚নবম-৫৮‚দশম-৩২‚
ক্রম | নাম | পদবী | যোগাযোগ | মন্তব্য |
০১ | মোঃ গিয়াস উদ্দিন তালুকদার | সভাপতি | ০১৭২২-৯৪৪৮০২ |
|
০২ | দেবল চন্দ্র পোদ্দার | সাধারণ শিক্ষক সদস্য |
|
|
০৩ | মোঃ আমিরুল ইসলাম | সাধারণ শিক্ষক সদস্য |
| |
০৪ | মোঃ আব্দুল আউয়াল | সাধারণ অভিবাবক সদস্য |
|
|
০৫ | মোঃ আব্দুল হান্নান | সাধারণ অভিবাবক সদস্য |
|
|
০৬ | মোঃ জুলহাস মিয়া | সাধারণ অভিবাবক সদস্য |
|
|
০৭ | মোঃ লাইছ উদ্দিন বেগ | সাধারণ অভিবাবক সদস্য |
|
|
০৮ | মোঃ নূরুল হক | দাতা সদস্য |
|
|
০৯ | প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয় | সদস্য সচিব |
| পদাধিকার বলে |
১০ | আব্দুল মালেক | বিদ্যুৎসাহী সদস্য |
| কো-অপ্ট |
জে.এস.সি
বছর | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার |
২০১০ | ২৯ |
| ১ | ১ |
| ১৯ | ১ | ২২ | ৭৫.৮৬% |
২০১১ | ৪৫ |
| ৬ | ২৪ | ৯ | ৪ | ২ | ৪৫ | ১০০% |
২০১২ | ৩৫ |
| ৩ | ৬ | ১৪ | ১২ |
| ৩৫ | ১০০% |
২০১৩ | ৭১ |
| ১০ | ১৭ | ১৬ | ২৭ | ১ | ৭১ | ১০০% |
এস.এস.সি
বছর | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার |
২০০৯ | ২১ | ১ | ৫ | ৬ | ৪ | ২ | -- | ১৮ | ৮৫.৭১% |
২০১০ | ১৮ |
| ৫ | ২ | ৫ | ৩ | ১ | ১৬ | ৮৮.৮৮% |
২০১১ | ২২ |
| ৪ | ৩ | ৩ | ৪ |
| ১৪ | ৬৩.৬৩% |
২০১২ | ২৬ |
| ১০ | ১০ | ১ | ১ |
| ২৪ | ৯২.৩০% |
২০১৩ | ২৫ |
| ৯ | ৭ | ৬ | ২ |
| ২৪ | ৯৬% |
জুনিয়র মা্ধ্যমিক পর্যায়ে উন্নীত. ২০০৯ সালে এস.এস.সি পরীক্ষায় মেধা তালিকায় জি.পি.এ ৫ প্রাপ্ত ১ জন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২০০৬ সনে ৫ জন ২০০৮ সালে ১জন ২০১০ সালে ১ জন. ২০১১ সালে ১জন বৃত্তি প্রাপ্ত হয় ।
বিদ্যালয়টিদে মানবিক বিভাগ চালু আছে ভবিষ্যতে বিজ্ঞান ও বান্যিজিক বিভাগ চালু করার প্রচেষ্টা রয়েছে । এবং প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে আদর্শবান ভবিষ্যৎ নাগরিক গঠন।
মোঃ গোলাম জিলানী
প্রঃশিঃ—০১৭১৭২১৪৮৭০
চামরদানী উচ্চ বিদ্যালয়
১। সুমন আহমদ এস.এস.সি পরীক্ষার্থী
২। হানিফা আক্তার ১০ শ্রেণি
৩। পিয়াস মিয়া ৯ম শ্রেণি
৪। রিপা খাতুন ৯ম শ্রেণি
৫। মেহেদী রসুল প্রাণ ৮ম শ্রেণি
৬। আয়ন মিয়া ৮ম শ্রেণি
৭। তানজিনা আক্তার ৮ম শ্রেণি
৮। ফারুক আহমেদ ৮ম শ্রেণি
৯। বাপ্পি তালুকদার ৭ম শ্রেণি
১০। অমিত সরকার ৭ম শ্রেণি
১১। শুভ মিয়া ৬ষ্ঠ
১২। তমা আক্তার ৬ষ্ঠ
১৩। শামীমা খাতুন ৬ষ্ঠ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস