সুরমা নদীর উত্তর পাশে সুনামগঞ্জ সদর উপজেলার অন্তর্গত গৌরারং ইউনিয়নে ৩০৮ শতাংশ জমির উপর তিনটি পাকা একটি অর্ধপাকা ও একটি পুকুর নিয়ে নিরিবিলি মনোরম পরিবেশে ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। |
নলোয়ারপাড় গ্রামের জনাব নরুজ আলী ও তরজুদ আলী সাহেব এর নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার বিনিময়ে তাহাদের পিতা মৃত ইয়াকুব উল্লা সাহেবের নামে বিদ্যালয়টি নামকরণ করা হয়। দাতা সদস্য জনাব সহর উল্লা, জনাব নুরুল ইসলাম, জনাব রুহুল আমিন, জনাব আলকাছ আলী, জনাব ছিফত উল্লা, জনাব আব্দুল মনাফ, জনাব কলিম উল্লা, জনাব মফিজ আলী, জনাব নুরুল হক ও এলাকাবাসীর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব শাহ মোঃ ফয়জুন্নুর আলীর নেতৃত্বে ৮ জন শিক্ষক/কর্মচারী ২৬ জন ছাত্র/ছাত্রী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৬২ | ১২৪ | ১৮৬ |
৭ম | ৫০ | ৭৫ | ১২৫ |
৮ম | ৪৯ | ৪৫ | ৯৪ |
৯ম | ২৮ | ৩৬ | ৬৪ |
১০ম | ৩২ | ৩১ | ৬৩ |
মোট | ২২১ | ৩১১ | ৫৩২ জন |
ক্রমিক নং |
| ক্যাটাগরী | ||
১ | জনাব ভূ-পতি রঞ্জন রায় | সভাপতি | ||
২ | জনাব মেহাম্মদ আলী | অভিভাবক সদস্য | ||
৩ | জনাব নুর ইসলাম | অভিভাবক সদস্য | ||
৪ | জনাব মুহিত লাল দাস | অভিভাবক সদস্য | ||
৫ | জনাব রাধাকান্ত রায় | অভিভাবক সদস্য | ||
৬ | জনাব আনোয়ারা | সংরক্ষিত মহিলা সদস্য | ||
৭ | জনাব মোঃ নুরুজ আলী | প্রতিষ্ঠাতা সদস্য | ||
৮ | জনাব মোঃ নুরুল হক | দাতা সদস্য | ||
৯ | জনাব মোঃ লাল মিয়া | শিক্ষক প্রতিনিধি | ||
১০ | জনাব নেপাল চন্দ্র দাস | শিক্ষক প্রতিনিধি | ||
১১ | জনাব পিয়ারা বেগম | মহিলা শিক্ষক প্রতিনিধি | ||
১২ | জনাব সোলেমান সিদ্দিকী | শিক্ষানুরাগী সদস্য | ||
১৩ | জনাব বেলাল আহমেদ বিল্লাল | প্রধান শিক্ষক/সম্পাদক | ||
এই কমিটির মেয়াদ ০১/০২/২০১২ খ্রিঃ তারিখে শেষ হয়। |
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষা এসএসসি |
| ||||||||||||||||||||||||
জেএসসি পাবলিক পরীক্ষার ফলাফল |
|
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
এসএসসি | ০৫ | ১৩ | ১৮ |
১০ম | ০ | ০২ | ০২ |
৬ষ্ঠ | ০৫ | ২০ | ২৫ |
৭ম | ০৭ | ২১ | ২৮ |
৮ম | ০৪ | ১৭ | ২১ |
৯ম | ০৪ | ০৯ | ১৩ |
মোট | ২৫ | ৮২ | ১০৭ |
বিদ্যালয়টি ভলিবল, কাবাডি, ফুটবল প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে পুরষ্কার লাভ করে। |
১। বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ করা। ২। ছাত্রাবাস নির্মাণ করা। ৩। বাগান করা। ৪। নতুন শাখাখোলা ৫। পুকুর ভরাট করে খেলার মাঠ সম্প্রসারণ করা। ৬। পাসের হার ৯০% এ উন্নীত করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস