বিদ্যালয়টি ১.৭২ একর ভূমির উপর প্রতিষ্ঠিত। চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। বিদ্যালয়ে মোট পাকা ভবন চারটি, এর মধ্যে দ্বিতল ভবন একটি, আধা পাকা ভবন চারটি। বিদ্যালয়ের বর্তমানে ১৫৬৩ জন ছাত্রী, কর্মরত শিÿক সংখ্যা ১৬ জন। সহকারী গ্রন্থাগারিক ১ জন, ল্যাব এ্যাসিস. ১ জন কর্মচারী সংখ্যা ৩য় শ্রেণীর ১ জন, চতুর্থ শ্রেণীর ৩ জন সহ সর্বমোট ২২ জন আছে। বিদ্যালয়টি কালনী নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি অত্র উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১.৭২ একর ভূমির উপর প্রতিষ্ঠিত। চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। বিদ্যালয়ে মোট পাকা ভবন চারটি, এর মধ্যে দ্বিতল ভবন একটি, আধা পাকা ভবন চারটি। বিদ্যালয়ের বর্তমানে ১৫৬৩ জন ছাত্রী, কর্মরত শিÿক সংখ্যা ১৬ জন। সহকারী গ্রন্থাগারিক ১ জন, ল্যাব এ্যাসিস. ১ জন কর্মচারী সংখ্যা ৩য় শ্রেণীর ১ জন, চতুর্থ শ্রেণীর ৩ জন সহ সর্বমোট ২২ জন আছে। বিদ্যালয়টি কালনী নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি অত্র উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান।
অত্র এলাকার বিদ্যোৎসাহী ও শিক্ষা সচেতন সংস্কৃতিমনা কিছু লোকের অক্লামত্ম প্রচেষ্টায় এবং সংশিস্নষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় ১৯৫৮ সালে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যা দিরাই উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান।
৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | সর্ব মোট |
শাখা (ক) ১২৬ | শাখা (ক) ১৩০ | শাখা (ক) ১৪৯ | শাখা (ক) ৯৪ | শাখা (ক) ৯০ |
|
শাখা (খ) ১২৯ | শাখা (খ) ১২৮ | শাখা (খ) ১৫৪ | শাখা (খ) ১২০ | শাখা (খ) ১১৬ |
|
শাখা (গ) ১৪২ | শাখা (গ) ১৩২ |
| ভোক: ৪০ | ভোক: ৩৯ |
|
৩৯৭ | ৩৯০ | ৩০৩ | ২৫৪ | ২৪৫ | ১৫৮৯ |
১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি
সন | জেএসসি পরীÿার্থী | পাশকৃত পরীÿার্থী | পাশের হার | সন | এসএসসি পরীÿার্থী | পাশকৃত পরীÿার্থী | পাশের হার |
২০০৯ |
|
|
| ২০০৯ | ৯৬ | ৬৩ | ৬৬% |
২০১০ | ১৯৭ | ৫৫ | ২৮% | ২০১০ | ১৬৮ | ৯১ | ৫৪% |
২০১১ | ২৯৩ | ২৩৯ | ৮১% | ২০১১ | ১৭১ | ১২২ | ৭১% |
২০১২ | ২৩২ | ২১২ | ৯১% | ২০১২ | ১৮৭ | ১৭৪ | ৯৩% |
| ২০১৩ | ১৬৫ | ১৩৭ | ৮৩% | |||
ভোকেশনাল | |||||||
২০০৯ | ৪১ | ২৫ | ৬১% | ||||
২০১০ | ৪০ | ৩৯ | ৯৭% | ||||
২০১১ | ৩৮ | ৩১ | ৮১% | ||||
২০১২ | ৪২ | ৩৯ | ৯৩% | ||||
২০১৩ | ৩১ | ৩০ | ৯৭% |
৬ষ্ঠ: মেধা বৃত্তি ০৪ সাধারণ ১৮ মোট ২২
৭ম: মেধা বৃত্তি ১০ সাধারণ ২২ মোট ৩২
৮ম: মেধা বৃত্তি ১২ সাধারণ ১৯ মোট ৩১
৯ম: মেধা বৃত্তি ০৫ সাধারণ ০৭ মোট ১২
১০ম: মেধা বৃত্তি ০৫ সাধারণ ০৭ মোট ১২
অত্র প্রতিষ্ঠানটি নারীদের শিÿÿত করে তোলার জন্য গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এখান হতে প্রতি বছর প্রায় ১৮০ জন শিÿার্থী এস.এস.সি পাশ করে। অনেক শিÿার্থী পাশ করে শিÿক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ১ম শ্রেণীর অফিসার, জন প্রতিনিধিসহ বিভিন্ন গুরম্নত্বপূর্ণ পদে আসীন রয়েছে এবং দেশ ও সমাজের কল্যানে কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়টিকে কলেজে উন্নিত করার পরিকল্পনা রয়েছে। শিÿা দানে গুণগত মান উন্নয়ন ও বিভিন্ন মুখী সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে একটি অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন শিÿা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সড়ক পথ ও নৌপথ।
৬ষ্ঠ শ্রেণী: অপ্সরা দাস, অর্পিতা রানী দাস, মোছা: রাহিমা আক্তার, মৌলি চৌধুরী ত্রয়ী, মোছা: অনিকা জাহান সর্দার,
৭ম শ্রেণীঃ সাদিয়া তপন, হৈমমত্মী বর্মন বহ্নি, অর্পিতা দাস, তৃষা দাস পুরকায়স্থ।
৮ম শ্রেণীঃ অদিতি চৌধুরী, মৌমিতা রানী পাল, আফিয়া তালুকদার সাথী, শামীমা বেগম।
৯ম শ্রেণীঃ সৈয়দা মাদেহা রিফাহ দিনা, পপি দেবী, তানজিনা রশিদ চৌধুরী, মৌমিতা রায়
তৃষা, মোছা: ইতিয়া বেগম।
১০ম শ্রেণীঃ মায়ামী দাস পুরকায়স্থ পূর্বা, নিশাত তাসনিম চৌধুরী, মুনতাহা মুহিত অহী,
সুমাইয়া চৌধুরী, পাপড়ি রানী দাস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস