বিদ্যালয়টি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমৃতশ্রী গ্রামে অবস্থিত। যা সদর শিক্ষা অফিস থেকে ১৫ কিঃ মিঃ দূরে অবস্থিত। বিদ্যালয়টি পূর্বমূখী ১ তলা ১টি দালান। যাতে ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ আছে। জেলা সংযোগ রাস্তা থেকে ১ কিঃ মিঃ দূরে অবস্থিত। |
১৯৫৩ সালে এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তি ০৪ জন ব্যক্তির নিকট থেকে দানকৃত ০.৪২ শতাংশ জমি নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৭৩ সাল পর্যন্ত বেসরকারারি প্রতিষ্ঠান ছিল। পরবর্তীতে ০১/০৭/১৯৭৩ খ্রিঃ জাতীয় করণ করা হয়। |
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
| ৩৮ | ৩৬ | ২৫ | ২৩ | ১৯ |
১২ সদস্য বিশিষ্ট কমিটি। ২৫/০৩/২০১০ খ্রিঃ তারিখে গঠিত। সভাপতি জনাব সুধাংশু রঞ্জন দাস সহ-সভাপতি- আশিক মিয়া, সদস্য সচিব এনামুল হক। |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৮৩% | ৭৫% | ১০০% | ১০০% | ১০০% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। বৃক্ষ রোপন- ফলজ ও ঔষধি প্রায় ৪০ টি গাছ স্থাপিত আছে। |
ভবিষ তে বিদ্যালয়টিতে ৫ম শ্রেণীর সমাপনী পরিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সর্বত্নক চেষ্টা করা হবে। কর্তৃপক্ষ ও স্থানীয় জনগনের সহযোগীতায় বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। |
প্রধান শিক্ষক
অমৃতশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ অমৃতশ্রী
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১২-৬৪১০৬৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস