বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে অবস্থিত। পাকা রাস্তা সংলগ্ন মনোরম পরিবেশে ঘেরা। বিদ্যালয়ে দুইটি ভবন আছে। গাছপালা পরিবেস্টিত। অফিসরুম সহ ছয়টি কক্ষ আছে। বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে অবস্থিত। পাকা রাস্তা সংলগ্ন মনোরম পরিবেশে ঘেরা। বিদ্যালয়ে দুইটি ভবন আছে। গাছপালা পরিবেস্টিত। অফিসরুম সহ ছয়টি কক্ষ আছে।
বিদ্যালয়টি ১৩/০১/১৯৭২ খ্রিঃ তারিখে ইচ্ছারচর গ্রামের চন্দ্রকুমার দাসের বাড়ীতে প্রথমে স্থাপিত হয়। তারপর আহমদাবাদ গ্রামে ফজির মিয়া চৌধুরীর বাড়ীতে কিছু দিন কার্যক্রম চলে। তারপর বর্তমান স্থান আহমদাবাদ গ্রামের দিলসাদ মিয়া চৌধুরী ও মঞ্জিল হক চৌধুরী দানকৃত জমিতে স্থানান্তির হয়। বিদ্যালয়টি ১৪/০১/১৯৮১ খ্রিঃ তারিখে জাতীয়করণ করা হয়।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
২৮ | ৫৬ | ৪৫ | ৫৬ | ৩৬ | ২৭ |
১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি।
সভাপতি জনাব মোঃ দিলশাদ মিয়া, সহ-সভাপতি জনাব মোঃ মোছাদ্দিকা চৌধুরী।
বিগত ৫ বছরের | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
১২১ | - | ১২১ |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক।
ভবিষ তে বিদ্যালয়টিতে ৫ম শ্রেণীর সমাপনী পরিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সর্বত্নক চেষ্টা করা হবে। ভর্তিকৃত সকল ছাত্র/ছাত্রীকে প্রাথমিক শিক্ষা শেষ করা, বিদ্যালয় মেরামত ও সংস্কার, টেলেন্টপুলে বৃত্তি লাভ।
সুদীপ রঞ্জন রায়
প্রধান শিক্ষক
আহমদাবাদ ইচ্ছারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ আহমদাবাদ
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭৩২-৫৩৪৬২০। ইমেল প্রয্যেজ্য নহে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস