বিদ্যালয়টি সুনামগঞ্জ সদর উপজেলার অন্তর্গত মোল্লাপাড়া ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়ে দুটি বিল্ডিং আছে। একটি পুরাতন টিনশেড বিল্ডিং। অন্যটি ৩টি শ্রেণিকক্ষ বিশিষ্টি ফ্লাড সেন্টার। বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ আছে।
ইছাঘরি গ্রামের বাবু শ্রী জগদীশ চন্দ্র দাশ এর দানকৃত ভূমির ১৯৩২খ্রি. সালে বিদ্যালয়টি স্থাপিত। পরবর্তীতে ০১/০৭/১৯৭৩খ্রি. তারিখে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
১ম শ্রেণী- ৬২ জন
২য় শ্রেণী- ৬১ জন
৩য় শ্রেণী- ৬৮ জন
৪র্থ শ্রেণী- ৫৮ জন
৫ম শ্রেণী- ৪৯ জন।
মদরিছ আলী- সভাপতি
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোলকাপে ২০১০ সাল থেখে অদ্যাবধি ইউনিয়ন পর্যায়ে চ্যাপিয়ন। ২০১১ সালে বঙ্গমাতা গোলকাপে উপজেলা পর্যায়ে চ্যাপিয়ন। ২০১২ সালে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোলকাপে উপজেলা পর্যায়ে চ্যাপিয়ন। ২০১৩ সালে বঙ্গমাতা গোলকাপে উপজেলা পর্যায়ে চ্যাপিয়ন। আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতায় ২জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে।
সুনামগঞ্জ সদর উপজেলার অন্তর্গত মোল্লাপাড়া ইউনিয়নের ইছাঘরি গ্রামের অবস্থিত ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা হতে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল ইত্যাদি যোগে খুব সহজেই পাকা রাস্তা ধরে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস