প্রতিষ্ঠাকাল ১৯৫০, স্বীকৃতি -১৯৫২ ও এম,পি ও ভুক্তি -১৯৮০ সাল।
বিদ্যালয়টি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। ইহা অত্রাঞ্চলের প্রাচীন স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব, মোস্তফা কামাল। উক্ত প্রতিষ্ঠানটিতে বহুসংখ্যক স্বনামধন্য শিক্ষকতা করেছেন। বিদ্যালয়টিতে বিভিন্ন সময়ে আকর্ষনীয় ফলাফল অর্জন করে। এই বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করে কেহ সংসদ সদস্য, বিশেষজ্ঞ ডাক্তার, ইঞ্জিনিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক, এসপি, প্রেফেসার উপজেলার চেয়ারম্যান, ইউপি, চেয়ারম্যান ও সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে জীবন আলোকিত করেছেন।
৬ষ্ঠ শ্রেণী - ২৬৭ জন, ৭ম শ্রেণী - ২৩৮ জন, ৮ম শ্রেণী - ১৪৭ জন, ৯ম শ্রেণী - ১৪৫ জন, ১০ম শ্রেণী - ১৭০ জন।
সভাপতি - জনাব, মোয়াজ্জেম হোসেন রতন, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ -০১।
জনাব, আলাল উদ্দিন, সাধারণ, শিক্ষক সদস্য।
জনাব, হাবিবুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য।
জনাব, ফাতেমা আক্তার হিরা মনি, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য।
জনাব, মোঃ আলী আকবর, সাধারণ অভিভাক সদস্য।
জনাব, সাইদুর রহমান চৌধুরী, সাধারণ অভিভাক সদস্য।
জনাব, মোঃ ওয়াহিদুল ইসলা্ম, সাধারণ অভিভাক সদস্য।
জনাব, আ.ন.ম বজলুর রশিদ তালুকদার, সাধারণ অভিভাক সদস্য।
জনাব, তাহমিনা আক্তার চৌধুরী, সংরক্ষিত মহিলা অভিভাক সদস্য।
জনাব, শাহ এমদাদুল হক, দাতা সদস্য।
জনাব, বজলুর রহমান , প্রধান শিক্ষক সদস্য সচিব।
বিদ্যালয়টি যুগ উপযোগী আধুনিক মান প্রতিষ্ঠানে পরিণত ও সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ট বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস