বিদ্যালয়টি সুনামগঞ্জ উপজেলা থেকে ১০ কিঃ মিঃ দূরে গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে মধ্যপাড়ায় অবস্থিত। বিদ্যালয়টির উত্তর দিকে খোলামেলা জায়গায় অবস্থিত এবং পর্যাপ্ত আলো বাসাতের ব্যবস্থা আছে।
বিদ্যালয়টি ১৯৫২ সালে উক্ত গ্রামের মসজিদের দক্ষিন পূর্ব দিকে ৫৯৪ দাগে ১৪ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত হয়। কালক্রমে সুরমা নদীর ভাঙ্গনে বিদ্যালয়ের জায়গা বিলুপ্ত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। বর্তমানে গ্রামবাসীর সহযোগীতায় ৫৭৬ দাগে ১৯ শতাংশ জায়গার উপর ১৯৯৫-৯৬ অর্থ বছরে সরকারি অনুদানে ১টি অফিস কক্ষ ও ৩টি শ্রেণী কক্ষ নির্মিত হয়। বর্তমানে বৃদ্ধি পাওয়ার আরও শ্রেণী কক্ষ বৃদ্ধি করা আবশ্যক।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
| ৮৫ | ৬২ | ৪২ | ৪২ | ৩০ |
১২ সদস্য বিশিষ্ট কমিটি খ্রিষ্টাব্দে গঠন করা হয়। কমিটির সভাপতি জনাব সাজিদ মিয়া, সহ-সভাপতি জনাব ফারুক মিয়া এবং সদস্য সচিব জনাব মোঃ জহির মিয়া।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ৯০% | ৯০% | ১০০% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
প্রযোজ্য নহে। |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক।
বর্তমানে ভবন ২টিতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সংকুলন হচ্ছে না। বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আরেকটি ভবনের প্রয়োজন। এছাড়া স্কুলগামী শিশুকে বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করে ৫ বছর পর্যন্ত ধরে রেখে সমাপনী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করা।
মোঃ জহির মিয়া
প্রধান শিক্ষক
ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ ইনাতনগর,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস