বিদ্যালয়টি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পার্শ্বে ১.৮৮ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এবং লক্ষণশ্রী ইউনিয়নের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।
বিদ্যালয়টি প্রথমে ইউনাইটেড হাই স্কুল নামে প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু চলতি বৎসরেই অত্র গ্রামের লন্ডন প্রবাসী দানশীল ব্যক্তি মরহুম আলহাজ্জ আব্দুন নূর সাহেবের যোগাযোগ সাপেক্ষে বিদ্যালয়ের নামকরণ হয় আলহাজ্জ জমিরুন নূর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠাতা আলহাজ্জ আব্দুন নূর ১৯৯২ইং সালে দেশে ফিরে বিদ্যালয় ভবনের কাজ শুরু করেন। কিন্তু ১৯৯৩ইং সনের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ তিনি অকাল মৃত্যুবরণ করেন। এর ফলে ভবনের কাজ অসমাপ্ত থেকে যায় এবং বিদ্যালয়টি সমস্যার সম্মুখীন হয়। অবশেষে শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ০১/০১/১৯৯৫ইং তারিখ থেকে জুনিয়র স্বীকৃতি লাভ করে। ০১/০৩/১৯৯৮ইং তারিখ থেকে জুনিয়র এমপিও ভূক্তি লাভ করে। পরবর্তীতে ০১/০৫/২০০৪ইং তারিখ থেকে উচ্চ বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত হয়। অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে বর্তমানে শিক্ষা কার্যক্রম ভালভাবে চলছে। |
শ্রেণী | শাখা | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ শ্রেণী | ক শাখা | ৩৫ জন। | ৪৩ জন | ৭৮ জন |
খ শাখা | ৩১ জন। | ৪৭ জন | ৭৮ জন | |
৭ম শ্রেণী |
| ৪৫ জন | ৮৬ জন | ১৩১ জন |
৮ম শ্রেণী |
| ৪৪ জন | ৬৪ জন | ১০৮ জন |
৯ম শ্রেণী |
| ১৮ জন | ৩৪ জন | ৫২ জন |
১০ম শ্রেণী |
| ২৬ জন | ২৪ জন | ৫০ জন |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃক অনুমোদিত পরিচালনা কমিটি নিম্নরূপঃ | ||
ক্রঃ নং | নাম | পদবী |
০১ | জনাব আজিজুল হক | সভাপতি |
০২ | জনাব সঞ্জয় কুমার চৌধুরী | সাধারণ শিক্ষক সদস্য |
০৩ | জনাব মোঃ আব্দুর রব হোসেন | সাধারণ শিক্ষক সদস্য |
০৪ | মোছাম্মৎ রওশনারা খাতুন | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
০৫ | জনাব মোঃ আব্দুর রহিম | সাধারণ অভিভাবক সদস্য |
০৬ | জনাব মোঃ রইছ মিয়া | সাধারণ অভিভাবক সদস্য |
০৭ | জনাব দিলোয়ার হোসেন | সাধারণ অভিভাবক সদস্য |
০৮ | এরশাদ আলী | সাধারণ অভিভাবক সদস্য |
০৯ | জনাব মহিমা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | জনাব মোঃ খায়রুল ইসলাম | দাতা সদস্য |
১১ | জনাব মোঃ মাহিদুল ইসলাম | বিদ্যুৎসাহী সদস্য |
১২ | প্রধান শিক্ষক, উক্ত বিদ্যালয় | সদস্য সচিব |
বিগত ৫ বছরের সমাপনী :
| পরীক্ষার নাম | সাল | পাশের হার |
বার্ষিক | ২০০৭ | ৯০% | |
২০০৮ | ৯৩% | ||
২০০৯ | ৯৫% | ||
২০১০ | ৯২% | ||
২০১১ | ৯৪% | ||
পাবলিক পরীক্ষার ফলাফল : | পরীক্ষার নাম | সাল | পাশের হার |
এসএসসি | ২০০৭ | ৩৯.০২% | |
এসএসসি | ২০০৮ | ৫৫.৩১% | |
এসএসসি | ২০০৯ | ৬০% | |
এসএসসি | ২০১০ | ৫৮.৪৬% | |
জেএসসি | ২০১০ | ৬৪.৬৫% |
২০০৭ খ্রিঃ থেকে ২০১১ খ্রিঃ পর্যন্ত বৃত্তি নাই।
ইউনিয়নের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান থাকায় উক্ত বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে আসছে। সহপাঠক্রমিক কার্যাবলীতেও সম্মানজনক স্থান দখল করে আছে।
বিদ্যালয়টিতে কম্পিউটার শাখা খোলা ও এইচ.এস.সি শ্রেণীর পাঠদান চালুকরা। ব্র্যাক গণ পাঠাদার স্থাপন করা সহ অবকাঠামো উন্নয়ন সাধন করে পাঠদানের মনোরম পরিবেশ সৃষ্টি করা।
গ্রামঃ জানীগাঁও, ডাকঘরঃ জানীগাঁও, উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
ই- মেইলঃ নাই।
মোবাইল নম্বরঃ ০১৭১৬-৪৩৯৮৭০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস