সুনামগঞ্জ শহরের ডি এস রোডে বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমার তীরে মনোরম পরিবেশে ৬.৪৫ একর জায়গা জুড়ে অবস্থিত। শুধুমাত্র বালকদের জন্য প্রভাতী ও দিবা দুই শিফটে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ দানের ব্যবস্থা আছে। নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান,মানবিক ও ব্যাবসায় শিক্ষা শাখা চালু আছে। ভৌগলিকভাবে এটি ২৫০ ০৭´১৬.২´´উত্তর অক্ষাংশে এবং ৯১০ ৪০´৩৯´´পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত।
১৮৩৭ খ্রিস্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া রাণীর মর্যাদায় অধিষ্ঠিত হন। ১৮৮৭ খ্রিস্টাব্দে রাণীর ক্ষমতা গ্রহণের ৫০ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষ্যে উপমহাদেশে ১৪ টি বিদ্যালয় ‘জুবিলী’ নামে প্রতিষ্ঠা করা হয়। এই বিদ্যালয়টি তাদের অন্যতম একটি। মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলায় শ্রেষ্টত্বের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে।
১০ম | ২১১ |
৯ম | ২৩৯ |
৮ম | ২১৫ |
৭ম | ২৪০ |
৬ষ্ঠ | ২৩৯ |
৫ম | ১১৭ |
৪র্থ | ১১০ |
৩য় | ১১৫ |
মোট | ১৪৮৬ |
১। সভাপতি-জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
২। সদস্য-সিভিল সার্জন, সুনামগঞ্জ।
৩। সদস্য-জেলা শিক্ষা অফিসার, সুনামগঞ্জ।
৪। সদস্য-সহকারী প্রকৌশলী, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জ।
৫। সচিব, প্রধান শিক্ষক, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
১। এস এস সি পরীক্ষার ফলাফল | ||||||||
সন | পরীক্ষার্থী | পাশের হার | জিপিএ-৫ প্রাপ্ত | |||||
২০১৩ | ১৬৮ | ৯৯% | ৪৮ | |||||
২০১২ | ১০১ | ৯৮% | ২৯ | |||||
২০১১ | ১০৯ | ১০০% | ৩৭ | |||||
২০১০ | ১০৭ | ৯৯% | ২৮ | |||||
২০৯ | ১০৪ | ৯৮% | ৩২ | |||||
২। জে এস সি পরীক্ষার ফলাফল | ||||||||
সন | পরীক্ষার্থী | পাশের হার | জিপিএ-৫ প্রাপ্ত | |||||
২০১২ | ১৬৮ | ১০০% | ২৮ (শিক্ষা বোর্ডে ১০ম স্থান) | |||||
২০১১ | ১৭০ | ১০০% | ১১ | |||||
২০১০ | ১২১ | ৯৬% | ০৪ | |||||
৩। পি এস সি পরীক্ষার ফলাফল | ||||||||
সন | পরীক্ষার্থী | পাশের হার | জিপিএ-৫ প্রাপ্ত | |||||
২০১২ | ৯৮ | ১০০% | ৩১ | |||||
২০১১ | ১১৬ | ১০০% | ১১ | |||||
২০১০ | ৯৮ | ৯৯% | ১ম বিভাগ-৮০জন | |||||
২০৯ | ৯৭ | ১০০% | ১ম বিভাগ-৭৯জন | |||||
১। জুনিয়র বৃত্তি | ||||||||
সন | টেলেন্টপুল | সাধারন | মোট | |||||
২০১২ | ০৯ | ১৮ | ২৭ | |||||
২০১১ | ০৮ | ১৭ | ২৫ | |||||
২০১০ | ০৭ | ১৫ | ২২ | |||||
২০৯ | ১৩ | ১৩ | ২৬ | |||||
২০০৮ | ১২ | ১৪ | ২৬ | |||||
২। প্রাথমিক বৃত্তি | ||||||||
সন | টেলেন্টপুল | সাধারন | মোট | |||||
২০১২ | ১৪ | ০২ | ১৬ | |||||
২০১১ | ০৯ | ০২ | ১১ | |||||
২০১০ | ০৩ | ০১ | ০৪ | |||||
২০৯ | ০৭ | ০১ | ০৮ | |||||
২০০৮ | ০৮ | ০২ | ১০ |
বিদ্যালয়টি ২০০৩ খ্রিস্টাব্দে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়। ২০১১ খ্রিস্টাব্দে শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম হয়। ২০১১খ্রিস্টাব্দে সিলেট শিক্ষা বোর্ডে ১০ম স্থান এবং ২০১২ খ্রিস্টাব্দে ১৯তম স্থান অধিকার করে। ২০১১খ্রিস্টাব্দে একজন কাব স্কাউট ‘প্রধানমন্ত্রী’ এওয়ার্ড লাভ করে। ২০১২খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড পায়। তাছাড়া প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব প্রদর্শন করে আসছে। ২০১২খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ম্যানচেষ্টার সকার স্কুল ফুটবল প্রতিযোগিতায় সারা দেশ থেকে নির্বাচিত ১২জন খেলোয়ার এর মধ্যে এই বিদ্যালয় হতে একজন নির্বাচিত হয়।
২০১২খ্রিস্টাব্দে ঘোষিত জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নে যথাযথ কর্মসূচী গ্রহণ ও ডিজিটাল পদ্দতিতে বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করা।
পাবলিক ও সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের ধারা অক্ষুন্ন রেখে জিপিএ-৫ এর সংখ্যা বাড়ানো।
প্রধান শিক্ষক
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬১৩৪০
E-mail: sg.jubilee1887@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস