অদ্য ০৮ জুন ২০২২ তারিখ দুপুর ০২:৩০ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে এবং এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার ল্যাবে ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অংশগ্রহণে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা হতে ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস