মিডিয়া সেল: অদ্য ১৪ মার্চ, ২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইউস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহযোগিতায় খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে অনলাইন জুম প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইউস্টিটিউট (বারটান)। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এ প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের ৩০জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে প্রেজেন্টেশন করেন ড. মোঃ আব্দুর রাজ্জাক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইউস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস