জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জের আয়োজনে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ২৫ মে ২০২২ তারিখ বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)-২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব নূরুল হুদা মুকুট; বাংলাদেশ আওয়ামী লীগ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন; সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখ্ত; অতিরিক্ত পুলিশ সুপার; সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব দেওয়ার ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস