অদ্য ১৩ জুন ২০২২ তারিখ সকাল ১০.৩০ টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ সদর এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জনাব ইমরান শাহরীয়ার, উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ; জনপ্রতিনিধি; বীর মুক্তিযোদ্ধা; রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি; ধর্মীয় নেতৃবৃন্দ; ব্যবসায়িক প্রতিনিধি; নারী প্রতিনিধি; বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস