অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ০৪:১৫ টায় শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেল; শাল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ। উক্ত সমাবেশে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ, উপজেলা পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস