অদ্য ১১ সেপ্টেম্বর, ২০১৭ তারিখ হতে সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টার শক্তিশালী ও টেকসইকরণ সংক্রান্ত জেলা পর্যায়ে তিনদিনব্যাপী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু হয়। সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম উক্ত প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন। সহকারী কমিশনার (আইসিটি) জনাব ফয়সাল রায়হানের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুজজামান উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উক্ত প্রশিক্ষণ আগামী ১৩ সেপ্টেম্বর, ২০১৭ তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে সুনামগঞ্জ সদর, জগন্নাথপুর ও শাল্লা উপজেলার উদ্যোক্তাবৃন্দ অংমগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস