সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর "মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার" এ অন্তর্ভূক্তির মাধ্যমে "বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য" এর স্বীকৃতি লাভ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৫/১১/২০১৭ তারিখ সকাল ১০.০০ টায় সুনামগঞ্জ কালেক্টরেট চত্বর হতে জেলা প্রশাসন এর নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস