অদ্য ২৩/০৪/২০১৮ তারিখ সকাল ১০.০০টায় জেলা স্বাস্থ্য বিভাগ, সুনামগঞ্জ এর আয়োজনে ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষে ইপিআই ভবন থেকে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইপিআই ভবনে এসে শেষ হয়। জনাব মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর নেতৃত্বে ডা: আশুতোষ দাস, সিভিল সার্জন, সুনামগঞ্জ, ডা: রফিকুল ইসলাম, আবাসিক চিকিৎসক, সুনামগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। র্যালি শেষে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস