সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর কার্যালয়ে ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) জনাব ড. আহমেদ উল্লাহ এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব মোঃ সোহেল পারভেজ মহোদয়। কর্মশালায় সফটওয়্যারের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের উপর উদ্যোক্তাদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বিদ্যুৎ বিল আদায় ও পরিশোধে বিশেষ সাফল্য অর্জনকারী উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস