আজ ৬ ডিসেম্বর, ২০১৭ তারিখ সকাল ১১:৪৫ টায় জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপি মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের প্রশাসক ও জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার, সুনামগঞ্জ জনাব মোঃ বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান, বাংলাদেশ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী আমজদসহ বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশাত্ববোধক ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনামগঞ্জ সদর জনাব বিশ্বজিত দেব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস