Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সংক্রান্ত জরুরী নির্দেশনা
বিস্তারিত

২০১৫-১৬ শিক্ষাবর্ষে সকল কলেজ, মাদরাসা ও কারগরী শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অথবা এসএমএস এর মাধ্যমে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।
শিক্ষার্থীর আবেদনে কলেজের পছন্দক্রম সংক্রান্ত বা অন্য কোন প্রকার ভূলভ্রান্তি থাকলে পরবর্তীতে শিক্ষা জীবনে গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে। এজন্য আবেদনকারীগণ স্ব-উদ্যোগে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হতে http://xiclassadmission.gov.bd/board/va এই ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আবেদনটি পুনঃযাচাই, ডাউনলোড, সংরক্ষণ এবং প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পরিমার্জন করা যাবে।
আবেদন করার শেষ সময় আগামী ১৮/০৬/২০১৫ তারিখ।
এ সংক্রান্ত সার্বিক সহযোগিতার জন্য নিম্মোক্ত নম্বরে যোগাযোগ করা যাবে-
কারিগরী বোর্ডঃ ০১৫৫০৬২০৬০৪
মাদরাসা বোর্ডঃ ০১৭৫৭২৯১২৮১,০১৭৫৭২৯১২৮২,০১৭৫৭২৯১২৮৩
সাধারণ শিক্ষাবোর্ডঃ ০১৯৭৭৭৩৩৫৫০,০১৯৭৭৭৩৩৫৫৪,০১৯৭৭৭৩৩৫৫৭,
০১৯৭৭৭৩৩৫৫৮, ০১৭৩২৪৮৭৩৩৪, ০১৭৩১৫৮২০৩২

ছবি
ডাউনলোড