অদ্য ২০/০৫/২০১৯ খ্রি: সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার সরকারী প্রাথমিক বিদালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষার কম্পিউটার প্রোগ্রাম অনুযায়ী আসন পরিকল্পনা তৈরি, ওএমআর ফরম বিতরণ, ওএমআর সেট কোড এবং প্রশ্নপত্রের সেট কোড এর মধ্যে সম্পর্ক ও যোগসূত্র স্থাপন প্রশ্নপত্র বিতরণ, হাজিরা সীট, কেন্দ্র সচিব/প্রধানসহ কক্ষ পরিদর্শকদের করনীয় সম্পর্কে একটি প্রেস ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং সেশনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ সফিউল আলম, উপপরিচালক স্থানীয় সরকার জনাব মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব প্রদীপ সিংহসহ পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস