আজ (০২/০১/২০১৮) সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, সুনামগঞ্জের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালি শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ এবং সিভিল সার্জন সুনামগঞ্জ এর প্রতিনিধি। এসময় উপ-পরিচালক, সমাজসেবা কার্যালয়, সুনামগঞ্জসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শেষে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে সমাজসেবা তথ্য ও পরামর্শ কেন্দ্র, ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা, প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও পরামর্শ, অটিজম ব্যবস্থাপনা ও পরামর্শ সেবা সংক্রান্ত স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস