অদ্য ১৮/১২/২০১৭ তারিখ বিকাল ০৫:৩০ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে নবান্ন উৎসব-১৪২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ খান, বিজিবির অধিনায়ক জনাব নাসির উদ্দিন আহমদ (পিএসসি), সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব মোঃ মোজাম্মেল হক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি এর সম্পাদক এ্যাড. মোঃ মতিউর রহমান পীর। আলোচনা সভা শেষে অতিথিগণ নবান্ন উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস