মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর, ২০১৭ তারিখ সকাল ১১.৩০ টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা করেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এ সময়ে এ্যাডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন (সুনামগঞ্জ-মৌলভীবাজার), কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ জনাব জেসমিন আরা বেগম, পুলিশ সুপার জনাব মোঃ রবকতুল্লাহ খান, সিভিল সার্জন জনাব ডাঃ আশুতোষ দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব হাজী নুরুল মোমেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস