অদ্য ১১/০২/২০১৮ তারিখ সন্ধ্যায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮” উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব পঞ্চানন বালা, জেলা শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র জনাব হোসেন আহমদ রাসেল এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মফিজুল হক মোল্লা। আলোচনা সভা শেষে উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নে অন্যান্য অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার (ভূমি) জনাব প্রশান্ত কুমার বিশ্বাস কে সম্মাননা প্রদান করা হয় এবং হাওর পাড়ের গল্প বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুজজামান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস