সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম সদর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা নির্বাচন অফিসার মো. আবদুল মোতালেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কমিশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, জেলায় জেলায় বিতরণ শুরুর জন্য প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭ জেলার সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে। বিজয়ের মাসে দেশের অর্ধেক এলাকায় কার্ড বিতরণ শুরু হবে এবং ভাষার মাস ফেব্রুয়ারিতে বাকি সব জেলায় বিতরণে যাওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বর্তমানে দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী বছর একাদশ সংসদ নির্বাচনের আগে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে চায় কমিশন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস