গত ২০ জুলাই জেলা প্রশাসন সম্মেলন কক্ষে হাইটেক শিল্পের বিকাশ ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে পৃষ্ঠপোষকতায় সেমিনার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সিলেট জনাব এন এম জিয়াউল আলম এবং বিশেষ অতথি হেসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব আশফাক হোসেইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাইটেক পার্ক এর উন্নয়ণ করে দেশে বৃহৎ সংখ্যক বেকার সমস্যা সমাধান সম্ভব হবে, আইটি ক্ষেত্রে একটি বিপ্লব সাধিত হবে। সুনামগঞ্জ জেলা এ শিল্প বিকাশের অন্যতম ক্ষেত্র হতে পারে। বাংলাদেশে হাইটেক পার্কের প্রসারে সরকার খুবই আন্তরিক ভাবে কাজ করে চলেছে।
বিশেষ অতিথি সকলকে যার যার অবস্থানে থেকে হাইটেক পার্কের উন্নয়নে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি হাইটেক পার্ক বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) জনাব শাফায়াত মাহবুব চৌধুরী। সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দেবজিত সিনহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হুমায়ূন কাবির, সহকারী কমিশনার(আইসিটি) জনাব মুহাম্মদ মনসুর উদ্দিন প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস