আজ (০২/০১/২০১৮) বিকাল ০৩:০০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদকবিরোধী প্রচার-প্রচারণা মাস জানুয়ারি ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে শেষ হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুজজামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাবিরুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি অধিনায়ক জনাব নাসির উদ্দিন আহমদ (পিএসসি), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক জনাব আবু সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক জনাব জাকির হোসেন ভূইয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস