আজ ০৯ মে ২০১৬ খ্রি: তারিখ সকাল ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বাল্যবিবাহ মুক্ত সুনামগঞ্জ সদর উপজেলা ঘোষণা করা উপলক্ষে মতবিনিময় ও অবহিতকরণ সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান জয়নুল জাকেরীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সুনামগঞ্জ সদর, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বাবু পরিমল কান্তি দে, বিশষ্ট সমাজসেবক জনাব নূরুর রব চৌধুরী, শিলারায় প্রমুখ। সভাপতি উপস্থিত সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাইজার মোহাম্মদ ফারাবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় এলাকার সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস