অদ্য ২৪/১২/২০১৭ তারিখ বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের নবনির্মিত দোতলা প্যাভিলিয়ন ভবনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এম.পি। এসময় সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক এর সহধর্মীনি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী লুবনা আফরোজ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস