অদ্য ১৫/১২/২০১৭ তারিখ জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে মাস ব্যাপী মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে সকাল ০৯:৩০ টায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম। এসময় জেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম ইসরাত জাহান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোসেন, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস