সরকারি আর্থিক ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণকে উন্নততর সেবা প্রদানের অংশ হিসেবে ট্রেজারি চালানের সঠিকতা যাঁচাইয়ের জন্য একটি অনলাইন প্লাটফরম তৈরি করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রক -এর কার্যালয়ের ওয়েরসাইটে ( www.cga.gov.bd) ' Online Chalan Verification ' শীর্ষক একটি ট্যাব যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের যে কোন শাখা অথবা সোনালী ব্যাংকের মহানগর বা জেলা সদরের যে কোন শাখায় জমাকৃত চালানের সঠিকতা চালান জমাদানের পরবর্তী কার্যদিবস মধ্যহ্নের মধ্যে সহজেই যাচাই করা যাবে। তবে, জেলা সদরের বাইরে অবস্থিত সোনালী ব্যাংকের ট্রেজারি শাখাসমূহে জমাকৃত চালান এ ব্যবস্থায় যাঁচাই করা সম্ভব হবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস