মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), এটুআই প্রোগ্রাম, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজী (বিডব্লিউআইটি)’র মাধ্যমে’ নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সার্বিক ব্যবস্থাপনায় এ জেলায় মাসব্যাপী গ্রাফিক ডিজাইন/ওয়েব ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণে এ জেলার কমপক্ষে এস এস সি পাশ ও বেসিক কম্পিউটার জ্ঞানসম্পন্ন নারীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী নারী প্রার্থীগণকে নাগরিকত্বের সনদ, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি ও ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ নিম্নোক্ত তথ্যবলী পুরণপূর্বক আগামী ২৬ অক্টোবর, ২০১৭ তারিখের মধ্যে জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের হার্ডকপি জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ এর আইসিটি শাখায় সরাসরি ও সফটকপি acictsunamganj@yahoo.com ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, যে সকল প্রার্থীদের ল্যাপটপ ও মডেম রয়েছে তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
নাম |
বাংলায় |
: |
২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি |
ইংরজিতে |
: |
||
পিতার নাম |
: |
||
মাতার নাম |
: |
||
জন্ম তারিখ |
: |
||
স্থায়ী ঠিকানা |
: |
||
বর্তমান ঠিকানা |
: |
||
মোবাইল নং |
: |
||
ই-মেইল আইডি |
: |
||
কম্পিউটার অভিজ্ঞতা |
: |
||
ল্যাপটপ ও মডেম আছে কি না |
: |
||
শিক্ষাগত যোগ্যতা : |
: |
পরীক্ষার নাম |
বিভাগ |
প্রাপ্ত বিভাগ/জিপিএ |
পাশের সন |
বোর্ড/বিশ্ববিদ্যালয় |
|
|
|
|
|
প্রার্থীর স্বাক্ষর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস