অদ্য ২৪/১২/২০১৭ তারিখ বিকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭-২০১৮ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এম.পি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম। এসময় সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), জেলা প্রশাসক এর সহধর্মিনী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী লুবনা আফরোজ, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব আয়ুব বখত জগলুল, বিসিবি এর পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব সফিউল আলম নাদেল, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুজজামান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস