অদ্য ১৭/১২/২০১৭ তারিখ সকাল ১০:৩০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহযোগিতায় নবারুণ উৎসব অনুষ্ঠিত হয়। নবারুণ উৎসবে জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মরতুজা আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এর মহাপরিচালক জনাব মোহাম্মদ ইসতাক হোসেন। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ এমরান হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব পরিমল কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক জনাব বিজন সেন রায়। নবারুণ উৎসবে “নবারুণ মোবাইল অ্যাপ” উদ্বোধন করা হয়। এরপর সম্মানিত অতিথিবৃন্দ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস