Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

 

সুনামগঞ্জ জেলায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে।

 

এ জেলা ধান উৎপাদনে উদ্বৃত্ত। এ জেলার অধিবাসীদের চাহিদা পূরণ করে প্রতিবছর ধান আশেপাশের জেলায় সরবরাহ করা হয়ে থাকে।

 

এ জেলা বাংলাদেশের মৎস্য সম্পদেরও সবচেয়ে বড় আধার। সুনামগঞ্জ জেলার হাওরগুলো দেশের মৎস্য সম্পদের একটি বড় উৎস। টাঙ্গুয়ার হাওরে প্রায় ২০০ প্রজাতির মাছ রয়েছে। এ হাওরের বিখ্যাত মাছের মধ্যে প্রথমেই উল্লেখ করা যায় মহাশোলের কথা। মাছটির দুটো প্রজাতির বৈজ্ঞানিক নাম যথাক্রমে Tortor এবং Torputitora, টাঙ্গুয়ার হাওরে দুই প্রজাতিই পাওয়া যেত।

 

বিভিন্ন ধরনের উন্নতমানের খনিজ সম্পদেও এ জেলা সমৃদ্ধ। বিভিন্ন ধরনের উন্নতমানের খনিজ সম্পদের মধ্যে অন্যতমঃ

ক) উন্নত মানের বালু

খ) চুনাপাথর

গ) নুড়ি পাথর

ঘ) কয়লা প্রভৃতি