সুনামগঞ্জ একটি প্রাচীন জনপদ। প্রতিটি জনপদেরই একটি ইতিহাস থাকে। তেমনি সুনামগঞ্জ জনপদেরও একটি আকর্ষণীয় ইতিহাস আছে। সুনামগঞ্জ নামকরণ হওয়ার পূর্বেও এ জনপদ ছিল। তখন হয়তো অন্য কোন নামে এর পরিচিতি ছিল। তবে এটি হয়তো ব্যবসা কেন্দ্রও ছিল অর্থাৎ এটি একটি গঞ্জ ছিল। পরবর্তীতে সুনাম উদ্দিন নামে মোঘল সম্রাটের একজন সৈনিক এর কোন একটি যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অথবা বিজয়ের পুরস্কার স্বরূপ মোঘল সম্রাট কর্তৃক এ জনপদ তাকে দান করা হয়। উক্ত সুনাম উদ্দিনের প্রাপ্ত ভূমি হিসেবে তার নামের প্রথম অংশটি এ গঞ্জের আগে যোগ হয়ে সুনামগঞ্জ নাম ধারণ করে সুদূর অতীত থেকে আজ অবদি সুনামগঞ্জ হিসেবে স্থায়ী পরিচিতি লাভ করে।
১৭৬৫ খ্রিস্টাব্দে বৃহত্তর সিলেটের রাজস্ব আদায়ের দায়িত্ব ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর উপর ন্যস্ত হয়। ১৭৯৩ সালে সিলেটের রেসিডেন্ট (কোম্পানীর প্রতিনিধি) মিঃ জন উইলিশ কর্তৃক খাজনা বা রাজস্ব আদায়ের জন্য সমগ্র সিলেট জেলাকে দশটি ভাগে বিভক্ত করা হয়। এ সমস্ত উপ বিভাগ জেলা (জিল্লা বা জিল্লে) নামে পরিচিত ছিল। সুনামগঞ্জের জিল্লে বা জেলা সদর ছিল রসুলগঞ্জে (জগন্নাথপুর থানার একটি বর্তমান সমৃদ্ধ বাজার)। সেখানে একটি মুন্সেফ কোর্টও ছিল। পরবর্তীতে প্রশাসনিক কারণে বিলুপ্ত হয়।
১৭৯০ সালে লর্ড কর্নওয়ালিস সমৃদ্ধ শহর ও বাজারকে থানায় রূপান্তরের আদেশ জারী করেন। জানা যায় এই আদেশের আওতায় সুনামগঞ্জ থানা স্থাপিত হয়। এর আগে বনগাঁয়ে (রংগারচর ইউনিয়নের পাহাড় ঘেঁষা একটি গ্রাম) সুনামগঞ্জের থানা ছিল বলে জানা যায়।
এরপর সিলেট জেলার রাজস্ব আয়কে আরো বাড়ানোর প্রয়োজনে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত পরিকল্পনার আওতায় সিলেট জেলার প্রথম মহকুমা স্থাপিত হয় সুনামগঞ্জে ১৮৭৭ সালের জানুয়ারী মাসে। মিঃ ব্ল্যাক নামের জনৈক ইংরেজ প্রশাসক সুনামগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক (এস.ডি.ও) নিযুক্ত হন। ১৯৮৪ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত সুনামগঞ্জ মহকুমা ছিল। সর্বশেষ মহকুমা প্রশাসক ছিলেন জনাব এ.এইচ.এম. নূরুল ইসলাম।
১ মার্চ ১৯৮৪ সালে সুনামগঞ্জ জেলায় উন্নীত হয়। সুনামগঞ্জ জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শেখ শফিকুল ইসলাম (০১.০৩.৮৪ - ১০.০৩.৮৬)। ৩১.১২.১৯৯৫ তারিখ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ছিল সাবেক মহকুমা অফিস। যা বর্তমানে পুরাতন কালেক্টরেট ভবন নামে পরিচিত। পরবর্তীতে শহরের পিটিআই ইনস্টিটিউট ও হাজী পাড়ার মধ্যবর্তী স্থানে সিলেট-সুনামগঞ্জ প্রধান সড়কের পূর্ব পার্শ্বে চানমারি এলাকায় বর্তমান কালেক্টরেটের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ০১.০১.১৯৯৬ তারিখে নতুন ভবনে জেলা প্রশাসকের কার্যালয় স্থানান্তর করা হয়। উক্ত ভবন উদ্বোধন করা হয় ১৬.১০.১৯৯৬ তারিখে। ঐ সময়ে জেলা প্রশাসক ছিলেন জনাব মোঃ লতিফুর রহমান, পরিচিতি নং-২৭৭৬ (৩০.১১.১৯৯৫ - ০৫.০৫.১৯৯৬)। বর্তমানে জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পরিচিতি নং-১৫৫৪২ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস