Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসক এর বার্তা

জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর বার্তা


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ভিশন-২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সর্বক্ষেত্রে ই-গর্ভনেন্স নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার ইতোমধ্যে রূপকল্প-২০৪১ ঘোষণা করেছে। প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবনের পথ ধরে চতুর্থ শিল্পবিপ্লব বিজয়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বহুমাত্রিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি দপ্তর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে দেশের সব ইউনিয়ন,উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের জন্য ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি করা হয়েছে জাতীয় তথ্য বাতায়ন, যা বিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল। হাওরকন্যা হিসেবে স্বীকৃত সুনামগঞ্জ জেলাও এ ওয়েবপোর্টালের অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।

সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের প্রশাসনিক কেন্দ্রবিন্দু জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি, রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, জেলা কারাগার, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, ট্রেজারি ও স্ট্যাম্প, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইত্যাদি জনগুরুত্বপূর্ণ কাজগুলো জেলা প্রশাসনের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে অধিকাংশ সেবাই অনলাইনের মাধ্যমে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সাধারণ জনগণ জেলা প্রশাসন, সুনামগঞ্জের ওয়েবপোর্টালের মাধ্যমে জেলা প্রশাসনের কার্যাবলি সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি জেলার সকল তথ্য, বিভিন্ন সেবার আবেদন পদ্ধতি, ই-সার্ভিস গ্রহণ, জেলার পর্যটন কেন্দ্র, জেলার ঐতিহাসিক স্থান ও ব্যক্তি, অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য জানতে পারছে। এই নির্ভরযোগ্য তথ্য বাতায়ন বা ওয়েবপোর্টাল ব্যবহার করে যে কোন ব্যক্তি, যে কোন সময় জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি অফিসের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। এছাড়া বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সিটিজেন চার্টার জেলা প্রশাসনের ওয়েবপোর্টালে প্রকাশের মাধ্যমে জেলা প্রশাসন, সুনামগঞ্জ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে আমাদের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে কাজ করে যেতে হবে। 

                                                                                                                                                                                                                                                     জেলা প্রশাসক

                                                                                                   সুনামগঞ্জ