প্রতিষ্ঠানটি ক্যাচমেন্ট এলাকার মধ্যে স্থলে জেলার রাস্তার সাথে অবস্থিত। যোগাযোগ সুগম উপজেলা সদর হইতে ১০ কিঃ মিঃ উত্তরে। বিদ্যালয়টি ১ তলা বিশিষ্ট পাকা বিল্ডিং ৩ টি শ্রেণী কক্ষ একটি অফিস রুম দুটি টয়লেট ও ১ টি টিউবওয়েল রয়েছে। কর্মরত ৪ জন শিক্ষক এটি একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়।
০১-০১-১৯৯০ ইং সনে বিদ্যা্লয়টি ৩৬ শতাংশ ভূমির উপর স্থাপিত হয়। ১৯৯৪ সনে সাময়িক রেজিষ্ট্রশন প্রাপ্ত হয়। এবং ১৯৯৫ সনে স্থায়ী রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। বিদ্যালয়টি ০১-০১-২০১৩ তারিখ হতে জাতীয়করণকৃত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকাল হইতে অধ্যবদি পর্যন্ত লেখাপড়া, খেলাধূলায় উত্তর, উত্তর উন্নতি লাভ করছে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্থানীয় ব্যক্তিবর্গ ও পরিচালনা কমিটি গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেণ্রী | ছা্ত্র | ছাত্রী | মোট |
প্রাক-প্রাথমিক | ২১ | ১৪ | ৩৫ |
১ম | ৩৯ | ৪১ | ৮০ |
২য় | ৪৪ | ৩৩ | ৭৭ |
৩য় | ২৭ | ২৮ | ৫৫ |
৪র্থ | ২২ | ৩৪ | ৫৬ |
৫ম | ১২ | ১৮ | ৩০ |
ক্রমিক নং | সদস্যের নাম | ঠিকানা | ক্যাটাগরী | পদবী | মন্তব্য | |
১ | মাফিজ আলী | নওধার | বিদ্যুৎসাহী | সভাপতি | ||
২ | আঃ ছালাম | ঐ | অভিভাবক সদস্য | সহঃ সভাপতি | ||
৩ | আত্তাহার উদ্দিন | ঐ | ঐ | সদস্য | ||
৪ | নাসিমা আক্তার | ঐ | ঐ | ঐ | ||
৫ | শাহনুর বেগম | ঐ | ঐ | ঐ | ||
৬ | মজনু মিয়া | ঐ | দাতা | ঐ | ||
৭ | শিরিন আক্তার | ঐ |
| ঐ | ||
৮ | মুখলেছুর রহমান | পাইকুরাটি | ইউপি সদস্য | ঐ | ||
৯ | সাবিনা ইয়াসমিন | গাছতলা উচ্চ বিদ্যালয় | মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি | ঐ | ||
১০ | জেবুন্নাহার | নওধার সঃপ্রাঃবি | সহকারি শিক্ষক | ঐ | ||
১১ | আবুহাসনাত আকন্দ | ঐ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
২০০৯ ইং ১০০%
২০১০ ইং - ১০০%
২০১১ ইং - ২৫%
২০১২ ইং - ১০০%
২০১৩ ইং - ১০০%
বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকার বিদ্যালয়ে গমন উপযোগী সকল শিশুদের ভর্তি নিশ্চিত করতে পেরেছি। প্রতি বছর মোটামুটি ভাল ফলাফল করে পাস করছে। ঝড়ে পড়া রোধ করা সম্ভব হচ্ছে। বিদ্যালয়ের উপস্থিতি সন্তোষজনক। পাশাপাশি খেলাধূলায় ও সাংস্কৃতিক দিক দিয়েও উপজেলায় দৃষ্টি নন্দিত বলা চলে।
ভবিষ্যৎ পরিকল্পনা বিদ্যালয়ে ভৌত অবকাঠামো পরিবর্তন ও প্রয়োজনীয় শিক্ষক স্বল্পতা দূরীকরণ করে শিক্ষার মান উন্নয়ন করত একটি আদর্শ শিক্ষা বান্ধব মডেল হিসাবে গড়ে তুলতে চাই।
প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়, মোবাইল - ০১৭১৬-৩৭৫১৯২।
২০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS