সুনামগঞ্জ জেলায় অনেক নদ-নদী রয়েছে। এ জেলার অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ভৌগলিক অবস্থান সমগ্র বাংলাদেশের অন্যান্য অঞ্চল হতে এ জেলাকে দিয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য। জেলার বেশির ভাগ অঞ্চলই হাওর, বাওর, ও অপেক্ষাকৃত নীচু অঞ্চল নিয়ে গঠিত এবং বৎসরের প্রায় ৭/৮ মাস জলমগ্ন থাকে। বর্ষার সময় এখানে সমুদ্রের মত ঢেউ খেলে এবং গ্রামগুলোকে মনে হয় এক একটি ছোট ছোট দ্বীপ। অনেক ছোট ছোট নদী ভারতের পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়ে জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুরমা- কুশিয়ারায় পতিত হয়েছে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল চেরাপুঞ্জি এ জেলার উত্তর প্রান্ত থেকে মাত্র প্রায় ৩৫ কি.মি. দূরে। তাই এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশী।
এ জেলায় মোট ২৬টি ছোট বড় নদ-নদী রয়েছে।
সুনামগঞ্জ জেলার নদ-নদীর মধ্যের উল্লেখযোগ্যঃ
ক) সুরমা
খ) কুশিয়ারা
গ) কালনী
ঘ) চলতি
ঙ) যাদুকাটা
চ) রক্তি
ছ) মরাচেলা
ঝ) খাসিয়ামারা
ঞ) বৌলাই
ট) পাটলাই
ঠ) দাড়াইন
ড) কংস ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS