বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার অর্ন্তগত গৌরারং ইউনিয়নের উজান সাফেলা গ্রামে অবস্থিত। যাতায়াতের খুবই অসুবিধা বিদ্যালয়ে সম্মুখে একটি বিরাট গর্ত রয়েছে। বিদ্যালয়টি দুর্গম এলাকায় অবস্থিত। |
বিদ্যালয়টি ১৯৬৩ ইং স্থাপিত হয়। প্রথমে উজান সাফেলা গ্রামের মিছির আলী সাহেবের বাড়িতে কিছু দিন কার্যক্রম চলে। পরে মিছির আলী সাহেবের দানকৃত জমির উপর বিদ্যালয় স্তাপন করা হয়। ০১/০৭/১৯৭৩ ইং তারিখে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। |
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
২৫ | ৩২ | ২৭ | ২৬ | ২৪ | ১৩ |
১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ১০/০৩/২০১০ইং সালে গঠন করা হয়। কমিটির সভাপতি জনাব মোঃ ফারুক মিয়া, আঃ মালেক। |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ৯৯% | ১০০% | ১০০% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তি নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার বেড়েছে। পাশের হার বেড়েছে। |
স্কুলগামী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫ বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সকল ছাত্র/ছাত্রীকে সমাপনী পরীক্ষা ১০০% পাশের হার নিশ্চিত করা। বিদ্যালয়ে নতুন বিল্ডিং করা প্রয়োজন। বিদ্যালয় আঙ্গিনায় মাটি ভরাট করা দরকার। |
মোছাঃ নাসিমা চৌধুরী
প্রধান শিক্ষক
উজান সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ উজান সাফেলা
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাঃ ০১৭২১-৪৮২৯০৪।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS