জগাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলাধীন সদর উপজেলাধী গৌরারং ইউনিয়নের অন্তর্গত জগাইরগাঁও গ্রামে অবস্থিত। মোট ০.৭৮ একর জায়গার মধ্যে অবস্থিত। বিদ্যালয়টি অপূর্ব সুন্দর। এ বিদ্যালয়ে একটি আধাপাকা ও একটি পাকা নিল্ডিং রয়েছে। মোট ০৪ টি শ্রেণী কক্ষ এবং ১টি অফিস কক্ষ রয়েছে। বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ রয়েছে। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর।
তৎকালীন প্রধান শিক্ষক জনাব জেবেদুর রহমান কিচু সংখ্যক ছাত্র/ছাত্রী নিয়ে ১৯৫৩ ইং সনে বিদ্যালয়ের কার্যক্রম চালু করেন। বাঁশের বেড়া ও টিনের চাল নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। পরবর্তীতে মোট ০২ জন জমিদাতা ০.৭৮ একর জায়গা বিদ্যালয়ের নামে দান করেন।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৩০ | ৪৩ | ৫৭ | ৫০ | ৫২ | ৩৩ |
১২ সদস্য বিশিষ্ট কমিটি। ২০/০৩/২০১০ খ্রিঃ তারিখে গঠিত। সভাপতি জনাব মোঃ আবুল বশর, সহ-সভাপতি- মোঃ আব্দুল হেকিম, সদস্য সচিব মোঃ আব্দুল জলিল।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ৯১% | ৪১% | ৯০% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
১১৭ | - | ১১৭ |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। বৃক্ষ রোপন- ফলজ ও ঔষধি প্রায় ১০০ টি গাছ রুপন করা হয়েছে।
বিদ্যালয়টিতে ৫ম শ্রেণীর সমাপনী পরিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সর্বত্নক চেষ্টা করা হবে। কর্তৃপক্ষ ও স্থানীয় জনগনের সহযোগীতায় বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মোঃ আব্দুল জলিল
প্রধান শিক্ষক
জগাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ জগাইরগাঁও
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS