সুনামগঞ্জ জেলার, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার থেক প্রায় ১ কি: মি: উত্তরে এ মাদ্রাসাটি অবস্থিত।
এর ইতিহাস খুবই সুন্দর। এই এলাকার ইসলামদরদী মুসলমান ভাই বোনদের ঐকান্তিক চেষ্টায় ফলে এই দ্বীন প্রতিষ্ঠিত হয়। এই দ্বীন প্রতিষ্ঠানটি দ্বীন শিক্ষার জন্য উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। এ পর্যন্ত এই প্রতিষ্ঠান থেক ৪/৫ শত ছেলে মেয়ে ছহীহভাবে কুরআন পড়া শিখেছে। যথাযথ নিয়ম তান্ত্রিকভাবে মাদ্রাটি পরিচালিত হচ্ছে।
নূরানী প্রথম-১৪০ জন, নূরানী দ্বিতীয়-৬৩ জন, নূরানী তৃতীয়- ৩৩ জন,হিফজ বিভাগ -৩০ জন,মিজান - জামাত-১২ জন,হিফজ বিভাগ-১৮ জন।
বর্তমান পরিচালনা কমিটির সদস্য সংখ্যা-৩১জন। সভাপতি মাওলানা আব্দুল হাকিম, সহ সহসভাপতিঃ মৌজালী শাহ্ সদস্য সচিব: মুফতি
আশরাফ আলী।
প্রযোজ্য নহে।
যথাসময়ে মাদ্রাসা শুরু ও শেষ । দৈনিক পরিষ্কার পরিচন্নতার কাজ। নিয়মিত মূল্যায়ন।
৮০%
ইফতা,তাফসীর,তাকাচ্ছুছ ফিল হাদীস ক্বিরাত বিভাগ।
মোবাইলঃ ০১৭২২-৩৩৩৯৫৪,০১৭২৪-৭৩৫৩৪১,০১৭৪৬-১৯১৭৯৩
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS