অত্র প্রতিষ্ঠানটি ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে বৌলাম মৌজায় ১ একর ৯৬ শতাংশ জমির উপর অবস্থিত। প্রতিষ্ঠার সাল ১৯৯৭। হাওর বৈষ্ঠিত দুর্গম এলাকায় মাধ্যমিক পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়। উক্ত প্রতিষ্ঠানটির ৩টি ভবন রয়েছে। ভবন গুলো কাচা, আধা পাকা, ও পাকা।
বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার ধর্মপাশাউপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম মৌজায় ১.৯৬ শতাংশ জমির উপর ১৯৯৭ ইং সনে মাননীয় সংসদ সদস্য জনাব, সৈয়দ রফিকুল হক উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমান প্রধান শিক্ষক জনাব, মোঃ নজরুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানে ৩০ শতাংশ জমি দান করেন। বিদ্যালয়টি ১৯৯৮ সনে MPO ভুক্ত হয় শিক্ষক কর্মচারীর সংখ্যা ১৫ জন। বর্তমানে বিদ্যালয়টি ছাত্রী সংখ্যা ৫৮৩ জন। বিদ্যালয়টিতে মানবিক বিভাগ,বব্যসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগ চালু আছে। উক্ত বিদ্যালয়টিতে তিনটি ভবন আছে ও একটি পুকুর আছে। উক্ত ব্লেক বোর্ড ০৮ টি, ষ্টিলের আলমারী- ২টা, সুকেজ - ০২ টা আছে।
শ্রেণী | ছাত্রী সংখ্যা | মন্তব্য |
৬ষ্ঠ - ক | ৮২ | |
৬ষ্ঠ - খ | ৮৪ | |
৭ম - ক | ৬৯ | |
৭ম - খ | ৯৪ | |
৮ম - | ১০৪ | |
৯ম | ৯৩ | |
১০ ম | ৫৭ | |
মোট | ৫৮৩ |
১। জনাব, শামছুউদ্দিন আহমেদ সভাপতি
২। জনাব, মোঃ আমিরুল ইসলাম,সাধারণ শিক্ষক সদস্য।
৩। জনাব, মোঃ আব্দুল সালাম চৌধুরী, সাধারণ শিক্ষক সদস্য।
৪। জনাব, ঝরনা জাফরীন , সংরক্ষিত মহিলা শিক্ষক সদস।
৫। জনাব, শাহ এতেবার আলী, সাধাঃ অভিভাবক সদস্য
৬। জনাব, আব্দুল লতিফ, সাধারণ অভিভাক সদসদ্য।
৭। জনাব, মোঃ শামছুল আলম, সাধারণ অভিভাক সদসদ্য।
৮। জনাব, মোঃ সেলিম,সাধারণ অভিভাক সদসদ্য।
৯। জনাব, সৈয়দা আফরোজ বেগম, সংরিক্ষত মহিলা অভিভাাক সদস্য।
১০। জনাব, সৈয়দ রফিকুল হক , প্রতিষ্ঠাতা সদস্য।
১১। জনাব, সিরাজুল ইসলাম, দাতা সদস্য।
১২। প্রধান শিক্ষক, সদ্যস সচিব।
জে.এস.সি
বছর | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার | মন্তব্য |
২০১০ | ৫৮ | - | - | ২ | ৪ | ১৯ | ৫ | ৩০ | ৫১.৭২% | |
২০১১ | ৯১ | - | ১ | ৫ | ৬ | ৩৫ | ২২ | ৬৯ | ৭৫.৮২% | |
২০১২ | ৯৩ | - | ৫ | ৩ | ৮ | ৫১ | ৩ | ৭০ | ৭৫.২৭% | |
২০১৩ | ১০৮ | - | ১৪ | ১১ | ২৪ | ৪০ | ৩ | ৯২ | ৮৫.১৯% |
এস.এস.সি
বছর | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার | মন্তব্য |
২০০৯ | ২১ | - | ১ | ১ | ২ | ১১ | ১ | ১৬ | ৭৬.১৯% | |
২০১০ | ৩১ | - | ৬ | ২ | ৫ | ৫ | ১ | ১৯ | ৬১.২৯% | |
২০১১ | ৪২ | ১ | ৪ | ৩ | ৬ | ১১ | ১ | ২৬ | ৬১.৯০% | |
২০১২ | ৪৩ | - | ৩ | ৬ | ১৪ | ৯ | ৪ | ৩৬ | ৮৩.৭২% | |
২০১৩ | ৫৫ | - | ৯ | ৯ | ১০ | ১৭ | ১ | ৪৬ | ৮৪% |
অত্র বিদ্যালয়টি ভাটি অঞ্চলের বেশির ভাগ প্রত্যন্ত গ্রাম ও গরীব শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষায় নারীদের অংশ গ্রহনের ব্যাপক প্রতিনিধিত্ব করে আসছে। অত্র উপজেলায় জে.এস.সি ও এস.এস.সি পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করছে।
ভবিষ্যতে ১০০% উন্নতি করা, বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্থরে উন্নতি করা ।
মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়। মোবাইল - ০১৭১৬-৯৪০৪২৫
শ্রেণী | ছাত্রীর নাম |
৭ম | ১. শাহ নূসরাত জাহান ২. আইরিন খান পাঠান ৩. হিমা রানী তাং ৪. সোমা আক্তার |
৮ম | ১. আফরিন জান্নাত, ২. অনন্যা দে ৩. নিপু আক্তার ৪. তানিয়া সুলতানা |
৯ম | ১. নূরেন আক্তার ২. তৃনা বেগম ৩. নেলি আক্তার, ৪. সাবিনা আক্তার, ৫. তানজিনা আক্তার মুমু |
১০ ম | ১. মায়িশা আফরোজ ২. মোবাল্বিয়া ৩. তামান্না ৪. লিমন আক্তার |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS